আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চালু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কারিগরি ত্রুটি সমাধানের পর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুকে পেজে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, ‘কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।’

এর আগে সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ রুটে মেট্রো চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়।

জানা যায়, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেছে।