ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে কাপ্তাই হ্রদে চলাচলকারী সকল যাত্রীবাহী নৌযান সাবধানতা অবলম্বনপূর্বক পূর্বের নিয়মে চলাচল করতে বলা হয়েছে।
তবে সকল ট্যুরিস্ট বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এর আগে রোববার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতি বর্ষণের ফলে পাহাড় ধসসহ সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো এবং দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সম্পৃক্ত সকল অংশীজনকে নিয়ে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমীন, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, অতি ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্রোতের কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। যেহেতু রোববার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তাই যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে আন্তঃউপজেলা নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) রাঙামাটি জোনের সভাপতি মঈনউদ্দিন সেলিম বলেন, প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমরা যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলাম। সোমবার থেকে লঞ্চগুলোকে আবহাওয়ার দিকে সতর্ক দৃষ্টি রেখে সাবধানে চলাচল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারী বর্ষণের কারণে গত শনিবার (০৫ আগস্ট) কাপ্তাই হ্রদে নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।