ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসার পরিপ্রেক্ষিতে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।
তিনি জানান, ঘূর্ণিঝড় ‘রেমালʼ এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় যাত্রী সাধারনের জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত ১০টায় অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-১০ এ এসব তথ্য জানানো হয়।