ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঘন কুয়াশায় বন্ধ থাকার ১১ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম।
এর আগে বুধবার রাত ৯টা ১০ মিনিটে কুয়াশার ঘনত্বের কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ঘাট বন্ধ থাকায় দুই পারে প্রায় দুই শতাধিক গাড়ি আটকা পড়ে। এছাড়া নদীতে দুটি ফেরি আটকে ছিল বলে জানা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার সন্ধ্যার পর থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৯টা ১০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।