ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ২রা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের সমন্বিত টিম নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করে।
অভিযানে পাঁচটি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারণে মোট ২৭,০০০ টাকা আর্থিক জরিমানা করেন ঐ দপ্তরের উপ-পরিচালক সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ আজহারুল ইসলাম, সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন ও সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন। এ সময় এলপি গ্যাসের অতিরিক্ত মূল্য নেয়া, নিম্নমানের বৈদ্যুতিক যন্ত্রপাতি বিক্রয় সহ নানান কারণে এই জরিমানা হয়।
অপরদিকে আর এফ এল কোম্পানির বেষ্ট বাই শোরুমে কাটলারিজ আইটেম, প্রেসার কুকার,গ্যাসের চুলার রেগুলেটর,বেবি আইটেম সহ চকলেট এর প্যাকেটে প্রকৃত মূল্য ১৭০ টাকা লিখা থাকলেও ওভার ট্যাগিং করে ১৯০ টাকা বসিয়ে বিক্রি করার অপরাধে ২০,০০০ টাকা আর্থিক জরিমানা ও সতর্ক করেন সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন।অভিযান চলাকালে তিনি বলেন এই ধরনের সুনাম সম্পন্ন কোম্পানির এমন অনৈতিক কর্মকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না। এই অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও মেট্রোপলিটন পুলিশ।