ভোক্তাকণ্ঠ ডেস্ক: কেউ ফ্যামিলি কার্ড না পেয়ে ভোটার আইডি কার্ড নিয়ে এসেছেন। কেউ কেউ আগের মতোই লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কেনা যাবে এমন চিন্তা থেকেই এসেছেন। আবার কেউ অভিযোগ করেছেন, কাউন্সিলরের কার্যালয় থেকে ‘মুখ দেখে’ কার্ড দেওয়ায় অনেকেই টিসিবির পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে অনেকেই ফিরে গেছেন খালি হাতে।
বুধবার রাজধানীতে রমজানের আগে ট্রাকে পণ্য বিক্রি হয়েছে এমন নির্দিষ্ট কিছু স্থানে এবং টিসিবির কয়েকটি ডিলারের দোকানে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
প্রায় দুই মাস বন্ধ থাকার পর গতকাল কয়েকটি জেলা বাদে সারাদেশে শুরু হয়েছে সাশ্রয়ী দামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। তবে রমজানের আগে ঢাকার দুই সিটির সব ওয়ার্ডে পণ্য বিক্রি হয়েছিল। প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি স্থানে পণ্য বিক্রি করা হতো। প্রতিটি স্থানে বিক্রি হতো সপ্তাহে দুইবার।
গতকাল দুই সিটির ৪০টি ওয়ার্ডে পণ্য বিক্রি করার কথা ছিল। এর মধ্যে দক্ষিণ সিটির ২৪ এবং উত্তর সিটির ১৬টি স্থানে বিক্রির জন্য ডিলারদের পণ্য দেওয়া হয়। কিন্তু সব স্থানে বিক্রি হয়নি।