এ এইচ এম আমিরুল ইসলাম রাজু: রংপুর সিটি কর্পোরেশনের নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান মৃধার সঙ্গে ক্যাব রংপুরের চার সদস্যের প্রতিনিধি দলের বর্তমান বাজার পরিস্থিতি ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বুধবার বেলা ১১টার দিকে এ বৈঠকের আয়োজন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান বলেন, পূর্বের ন্যায় হালেও তিনি ক্যাব রংপুরকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণসহ যাবতীয় ন্যায় সংগত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করবেন। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সাধারণ ভোক্তা ও শিক্ষার্থীদের মাঝে ক্যাবের সচেতনতামূলক কার্যক্রমেরও
প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, তার তরফ থেকে এ নগরীর সাধারণ মানুষ সর্বোচ্চ সহযোগিতা পাবে।
বর্তমান সময়ে সাহসী অভিযানের জন্য তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরও ভূয়সী প্রশংসা করেন। তিনি অভিযানে ক্যাব রংপুরকে পাশে থাকার আহ্বান জানান।
বৈঠকে ক্যাব রংপুরের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, সেক্রেটারি মো. আহসান উল হক তুহিন, সহ-সম্পাদক মো. আমিরুল ইসলাম রাজু ও কার্যনির্বাহী সদস্য মো. রেজওয়ান হোসেন।