মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নিরাপদ খাদ্য বিষয়ক সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর বেতার পাড়ায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন।
রংপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চলাকালে জরিমানার পরিবর্তে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেয়ার প্রস্তাব করেন।
সভার একপর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অতি দ্রুত রংপুরে তাদের একটি মোবাইল ভ্যানের বরাদ্দ হয়েছে। যেকোনো খাদ্য বিষয়ক অভিযোগে তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষার জন্য এ বাহনটি কার্যকর ভূমিকা রাখবে।
সভায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ছাড়াও সকল সরকারি দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, রংপুর চেম্বার এবং বিভাগীয় ক্যাবের শীর্ষ স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এতে জাতীয় ও স্থানীয় সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরাও উপস্থিত ছিলেন।